সব মিলিয়ে সমানে সমান, শেষ ১১ ম্যাচে অজেয় টাইগাররা

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:১১
শেয়ার :
সব মিলিয়ে সমানে সমান, শেষ ১১ ম্যাচে অজেয় টাইগাররা

ওয়ানডে সিরিজের ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ ও বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবি

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে জ্যামাইকা টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ড্র (১-১) করেছে তারা। লাল বলের ক্রিকেটে পাওয়া সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সফরকারীদের। এবার একদিনের ক্রিকেটেও ভালো করতে উন্মুখ হয়ে আছেন মিরাজরা। সেন্ট কিটসে আজ প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হবে লড়াই। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে চান টাইগাররা।

এ বছর খুব বেশি ওয়ানডে ক্রিকেট খেলা হয়নি বাংলাদেশ দলের। মার্চে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ তারা জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলা সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৩টি; সমানসংখ্যক ৩টি ম্যাচ হেরেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড বেশ সমৃদ্ধ। শেষ ৬ বছরে ক্যারিবিয়ানদের বিপক্ষে হারেনি টাইগাররা।  

ওয়ানডে সিরিজের আগে তারা জ্যামাইকা টেস্ট জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। পাশাপাশি এই দলটির বিপক্ষে সবশেষ খেলা ১১ ম্যাচেই জয়ী দলের নাম বাংলাদেশ। এর মধ্যে ২০২২ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর ও ২০২১ সালে দেশের মাটিতে উইন্ডিজদের তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানেই হারিয়েছেন টাইগাররা। সবশেষ ২০১৮ সালে বাংলাদেশকে হারাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের ক্রিকেটে পাওয়া ধারাবাহিক এই সাফল্যটাও ধরে রাখতে চান মিরাজরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে ছিলেন না সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর মতো সিনিয়র ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজেও নেই সিনিয়রদের অধিকাংশই। শুধু দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে নেই মুশফিক ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এই অফস্পিনিং অলরাউন্ডারের হাত ধরে ওয়ানডেতেও নতুন এক বাংলাদেশ দলের পথ চলাই যেন শুরু হতে যাচ্ছে! কন্ডিশন কঠিন হলেও মিরাজ হাল ছাড়তে চান না। টেস্টের পর তার চোখ এখন ওয়ানডে সিরিজে। একদিনের ক্রিকেট হওয়ায় আশাবাদী ভারপ্রাপ্ত অধিনায়ক। মিরাজ জানান, যে কোনো টুর্নামেন্টের শুরুটা গুরুত্বপূর্ণ। এ জন্য জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে চান তিনি।

পরিসংখ্যান বলছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৪৪ ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে জয়-পরাজয় সমান সমান। ২১ জয়ের বিপরীতে হার ২১টি। তবে শেষ ১১ ম্যাচ জিতলেও বাংলাদেশের অধিনায়ক মনে করেন, নতুন সিরিজ, সবকিছু নতুন করে শুরু করতে হবে। এ জন্য সতীর্থদের কাছে তার চাওয়া, ২২ গজের ময়দানে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল হাসান, তানজিম আহমেদ সাকিব, নাহিদ রানা।