টেস্ট ইতিহাসে যে মাইলফলকে প্রথম ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭
শেয়ার :
টেস্ট ইতিহাসে যে মাইলফলকে প্রথম ইংল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫৩৩ রানের বিশাল লিড নিয়েছে ইংল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ চারজন ক্রিকেটার খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। মাঠে কাটানো দারুণ এই দিনে একটি ইতিহাসও লিখে ফেলল ইংল্যান্ড। 

প্রথমবারের মতো টেস্টের কোনো দল হিসেবে ৫ লক্ষ রান পূর্ণ করল ইংল্যান্ড। ১৮৭৭ সালে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো শুরু হয়েছিল ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্ট খেলা। তারপর থেকে ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম এমন কীর্তিতে নাম লেখাল ইংলিশরা। 

১০৮২তম টেস্টে ৫ লক্ষ টেস্ট রানের কীর্তি গড়ল ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৪ লক্ষ ২৮ হাজার ৮৬৮ রান নিয়ে এই তালিকায় দুইয়ে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা ভারত বেশ পিছিয়ে। এখনো পর্যন্ত দলটির টেস্ট রান ২ লক্ষ ৭৮ হাজারের কিছু বেশি। 

ওয়েলিংটনে চলমান টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে কোনঠাসা করে ফেলেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হওয়ার পর কিউইদের ১২০ রানে গুটিয়ে দিয়েছে ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বেন স্টোকসের দল। লিড এরই মধ্যে দাঁড়িয়েছে ৫৩৩ রানে।