৮৭ রানে অলআউট হয়ে ম্যাচের সঙ্গে সিরিজও হারল বাংলাদেশ
ওয়ানডে সিরিজের দাপট টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কাছাকাছি গিয়ে হারলেও দ্বিতীয়টিতে লড়াই পর্যন্ত করতে পারেনি। আয়ারল্যান্ডের ১৩৪ রানের বিপরীতে টাইগ্রেসরা অলআউট হয়ে গেছে ৮৭ রানে। ৪৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল আইরিশ নারীরা।
১৩৪ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ২২ রানের মধ্যেই হারিয়ে বসে ৪ উইকেট। সোবহানা মোস্তারি, দিলারা আক্তার, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কিংবা তাজ নেহারদের কেউই উইকেটে টিকে থাকতে পারেননি। এরপর বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। দুজনে মিলে ৪২ বলে যোগ করেন ৪৮ রান।
৭০ রানের মাথায় স্বর্ণা (২১ বলে ২০) ফিরলে হুরমুর করে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ১৭ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। এর মধ্যে শেষ ৫ উইকেট পড়ে মাত্র ৭ রানের মধ্যে। দলের অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়া শারমিন বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান (৪৩ বলে) করেন। ৮৭ রানে গুটিয়ে গিয়ে সিরিজ হার নিশ্চিত হয় স্বাগতিকদের।
এর আগে, বাঁচা-মরার এই লড়াইয়ে প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ডকে ১৩৪ রানে আটকে রাখে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে জয় পেয়েছেন, তাই দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিং বেছে নিতে ভুল করেননি আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। প্রথম ম্যাচের ওপেনিংয়ে রান না এলেও দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতে বেশ কিছু রান যোগ করে আয়ারল্যান্ড। ৩৪ রানের মাথায় নাহিদা আক্তারের বলে গ্যাবি (১৮ বলে ১৪) ফিরলে ভাঙে এই জুটি।
---আয়ারল্যান্ডকে ১৩৪ রানেই আটকে দিয়েছিল টাইগ্রেস বোলাররা। ছবি: বিসিবি
২৩ বলে ২৩ রান করে দলীয় ৪৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার অ্যামি হান্টার। দারুণ ব্যাট করেন তিনে নামা ওরলা প্রেনডারগাস্ট। নাহিদার বলে আউট হেওয়ার আগে ২৫ বলে করেন মূল্যবান ৩২ রান, দলীয় রান তখন ৭৫। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা লিয়াহ পল এদিন ১৯ বলে ১৬ রান করেন।
তবে আইরিশ দলের হয়ে কাজের কাজটি পাঁচ নম্বরে নামা লরা ডিলানি। ২৫ বলে ৪টি চারের সাহায্যে ৩৫ রান করেন তিনি। ফাহিমা খাতুনের বলে তিনি বোল্ড হয়ে ফিরলেও সারাহ ফোর্বস (৪*) ও রেবেকা স্টোকেল ছিলেন অপরাজিত (৯*)। তাতে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় আইরিশ নারীরা।
৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট নিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল বোলার নাহিদা। একটি করে উইকেট পেসার জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনের।