গ্লোবাল সুপার লিগের শিরোপা /

কত টাকা পেল রংপুর, সৌম্যর আয় কত

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:১২
শেয়ার :
কত টাকা পেল রংপুর, সৌম্যর আয় কত

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজিত হয়েছে গ্লোবাল সুপার লিগ। বৈশ্বিক এই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার দল ক্রিকেট ভিক্টোরিয়াকে হারিয়ে ৫৬ রানে হারিয়ে শিরোপার মুকুট পরে রংপুর। শুধু শিরোপাই নয়, মোটা অঙ্কের টাকাও পকেটে পুরেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। 

গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হওয়ায় প্রাইজমানি হিসেবে রংপুর পেয়েছে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। এছাড়া ফাইনালে ওঠার লড়াইয়ে গ্রুপপর্বে দুইটি ম্যাচ জিতেছিল রংপুর। সেই দুই ম্যাচ থেকে ৫০ হাজার ডলারের মতো আয় করেছে নুরুল হাসান সোহানের দল। অর্থাৎ, সাড়ে ছয় কোটিরও বেশি পরিমাণ অর্থ পেয়েছে রংপুর। 

আজ শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে রংপুর। দলের হয়ে ৫৪ বলে ৭টি চার ৫ ছক্কায় সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য সরকার। আরেক ওপেনার স্টিভেন টেলর ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করেন। বিশাল এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৮ ওভার ১ বলেই ১২২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত খেলা ভিক্টোরিয়া ক্লাব। 

---টুর্নামেন্টসেরা সৌম্য। ছবি: সংগৃহীত

এদিকে, ফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে ৫৪ বলে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন সৌম্য সরকার। সিরিজজুড়েই ফর্মে ছিলেন এই ওপেনার ব্যাটার। টুর্নামেন্টের ৫ ম্যাচ থেকে সর্বোচ্চ ১৮৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। হয়েছেন ফাইনাল ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড়ও। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে ২ হাজার ডলার আয় করলেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা। 

উল্লেখ্য, এবারের গ্লোবাল সুপার লিগে রংপুরের খেলারই কথা ছিল না। সবশেষ বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল টুর্নামেন্টটিতে খেলতে অনাগ্রহী হওয়ায় সুযোগ পায় ফাইনালেও খেলতে না পারা রংপুর। এছাড়া এবারের বিপিএলে সবশেষ ফাইনাল খেলা কুমিল্লা ভিক্টোরিয়ানস দলই নেই।