রোনালদো-বেনজেমার লড়াইয়ে হার দেখল আল নাসর

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১১
শেয়ার :
রোনালদো-বেনজেমার লড়াইয়ে হার দেখল আল নাসর

সৌদি প্রো লিগে গত রাতে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল আল নাসর ও আল ইত্তিহাদ। যেখানে হাইভোল্টেজ এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোদের ২-১ গোলে হারিয়েছেন করিম বেনজেমারা। এক সময়ে রিয়াল মাদ্রিদের সতীর্থ রোনালদো ও বেনজেমা দুজনেই গোল করেন ম্যাচের ৫৫ থেকে ৫৭ মিনিটের মধ্যে। তবে আল ইত্তিহাদকে ৩ পয়েন্ট এনে দিয়েছে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাচ উইঙ্গার স্টিভ বারউইনের করা গোলটি।

আল নাসর এই হারে শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে পড়ল। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে তারা চতুর্থ। সমান ম্যাচে তাদের সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে টানা নবম জয় তুলে নেওয়া আল ইত্তিহাদ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নেইমারের ক্লাব আল হিলাল।

জেদ্দায় কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে এদিন বেনজেমা ৫৫ মিনিটে লিগে ১০ ম্যাচে তার ১০ম গোলটি করার দুই মিনিটের মধ্যে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। কাছ থেকে নিচু শটে গোল করেন পর্তুগিজ কিংবদন্তি। ২০২৪ সালে এটিই রোনালদোর শেষ গোল।

কেননা আল নাসরের যেমন বাকি তিন সপ্তাহে ম্যাচ নেই, নেই পর্তুগাল জাতীয় দলেরও। সব মিলিয়ে ২০২৪ সালে ক্লাব ও দেশের হয়ে মোট ৫১ ম্যাচে ৪৩ গোল করলেন রোনালদো। গোল বানিয়েছেন ৭টি। বছর শেষ করলেন নামের সঙ্গে ৯১৬ গোল নিয়ে।