ভিনিসিয়াস ফেরার সুখবর পেল রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৫
শেয়ার :
ভিনিসিয়াস ফেরার সুখবর পেল রিয়াল

ভিনিসিয়াস জুনিয়র।

মাঠের পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের বেহাল অবস্থা। তবে এই দুঃসময়ে কোচ কার্লো আনচেলত্তি একটি সুসংবাদ দিলেন। ইনজুরি থেকে মাঠে ফিরছেন দলটির সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

এর আগে গত ২৪ নভেম্বর লা লিগায় লেগানেসের মাঠে ৩-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা খেলেন ভিনি। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে তখনও তার চোটের তেমন কখন লক্ষণ দেখা যায়নি।

পরদিন বিবৃতি দিয়ে তার পায়ের পেশিতে চোট পাওয়ার কথা জানায় রিয়াল। সেই থেকে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা।

ভিনিসিয়াসকে ছাড়া সবশেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে দলটি। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে পরাজয়ের পর, লিগ ম্যাচে গেতাফেকে একই ব্যবধানে হারায় তারা। পরে গত ম্যাচে লিগে তারা ২-১ গোলে হেরে যায় আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে।

আগামী শনিবার লা লিগায় জিরোনার মুখোমুখি হবে রিয়াল। যেখানে আগের দিন সংবাদ সম্মেলনে ভিনিসিয়াসের ফেরার নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি।

আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়াকে (চোট কাটিয়ে) ফিরতে দেখাটা দারুণ ব্যাপার। এটা আমাদেরকে আরও প্রেরণা যোগাবে। সে খুব ভালোভাবে সেরে উঠেছে। কালকের ম্যাচে থাকবে না, তবে চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকবে।’