গ্লোবাল সুপার লিগ /

ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪
শেয়ার :
ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

ইতিহাস গড়ল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই চ্যাম্পিয়নের মুকুট পরল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। ফাইনালের মঞ্চে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর।

আজ শনিবার বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সৌম্য সরকারের দাপটে প্রথমে ব্যাট করা রংপুর নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। জবাবে ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

টস জিতে ব্যাট করতে নামা রংপুর শুরুটা দুর্দান্ত করে। ১৪ ওভারে দুই ওপেনার স্টেভেন টেইলর ও সৌম্য ১২৪ রান তোলেন। রংপুরের প্রথম উইকেটের ইতিহাসে যা রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১০২ রানে, জহুরুল ইসলাম ও সৌম্যর। এই জুটি ভাঙেন কারিমা গোরে। আউট করেন ৪৯ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৬৮ করা টেইলরকে।

এরপর সাইফ হাসান ও ওয়েন ম্যাডসেনকে হারায় রংপুর। তবে উইকেটে অবিচল থাকেন সৌম্য। শেষ পর্যন্ত ব্যাট করা এই বাঁহাতি ৫৪ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন।

ভিক্টোরিয়ার হয়ে একটি করে উইকেট পান ডোমিনিক ড্রেকস, ম্যাক্স ব্রিটিসেল ও গোরে।

জবাবে ব্যাট করতে নেমে রংপুর বোলারদের তোপে কোনোমতে ১০০ রান পার করতে পারে ভিক্টোরিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ২২ বলে ৪০ রান করেন জো ক্লার্ক। তবে আর কেউই সেভাবে জ্বলে উঠতে না পারায় বড় ব্যবধানে হারতে হয়।

রংপুরের সর্বোচ্চ ৩টি উইকেট পান হারমিত সিং। দুটি করে উইকেট দখল করেন মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সাইফ হাসান।

ম্যাচ সেরার পাশাপাশি আসর জুড়ে ১৮৮ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন সৌম্য সরকার।