অশ্বিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের মুকিম
জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানের তরুণ লেগ স্পিনার সুফিয়ান মুকিম। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৯ উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ও। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান হারলেও ব্রায়ান বেনেটের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।
রোডেশিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুফিয়ান মুকিমের গড় মাত্র ৪.৬৬। এর মাধ্যমে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে চলে এলেন এই লেগ স্পিনার। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমরা আছেন এই তালিকায়।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি উইকেট আফগানিস্তানের রশিদ খানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন এই তারকা লেগ স্পিনার। মজার বিষয় হচ্ছে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উইকেটশিকারের শীর্ষ ৫ ঘটনাই স্পিনারদের দখলে।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট
রশিদ খান (আফগানিস্তান)- ১১ উইকেট, প্রতিপক্ষ আয়ারল্যান্ড (২০১৯)
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৯ উইকেট, প্রতিপক্ষ শ্রীলংকা (২০১৬)
সুফিয়ান মুকিম (পাকিস্তান)- ৯ উইকেট, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০২৪)
ইমাদ ওয়াসিম (পাকিস্তান), ৯ উইকেট, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০১৬)
রশিদ খান (আফগানিস্তান), ৯ উইকেট, প্রতিপক্ষ আয়ারল্যান্ড (২০১৭)