সোহাগ গাজীকে মনে করালেন ইংল্যান্ডের ক্রলি

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮
শেয়ার :
সোহাগ গাজীকে মনে করালেন ইংল্যান্ডের ক্রলি

২০১২ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মিরপুর টেস্টের ঘটনা। বাংলাদেশের নবাগত স্পিনার সোহাগ গাজীর করা প্রথম বলেই ছক্কা হাঁকালেন ক্রিস গেইল। ওই ওভারে আরও একবার সীমানা দঁড়ির ওপর দিয়ে বল মাঠের বাইরে পাঠান গেইল। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে সেটিই ছিল প্রথম বলে ছক্কার ঘটনা। এমনকি প্রথম ওভারেও ছক্কার ঘটনা। আজ শুক্রবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সেই স্মৃতি মনে করালেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি। 

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে আজ টিম সাউদির করা প্রথম ওভারের শেষ বলেই ছক্কা হাঁকান ক্রলি। গেইলের পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে ছক্কা মারলেন তিনি। আর কোনো পেসারের বিপক্ষে টেস্ট ইতিহাসে প্রথম। 

দিনটা ছক্কা দিয়ে শুরু করলেও ইংল্যান্ডের শুরুটা কিন্তু একদমই ভালো হয়নি। ৪৩ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। একে একে ফিরে যান বেন ডাকেট, জ্যাক ক্রলি (১৭), জো রুট ও জ্যাকব বেথেল (১৬)। ইংল্যান্ড ম্যাচে ফেরে পঞ্চম উইকেটে পাল্টা আক্রমণ করে হ্যারি ব্রুক ও ওলি পোপ ১৭৪ রানের জুটি গড়লে। 

২১৭ রানের মাথায় পোপের (৭৮ বলে ৬৬) বিদায়ের পর আবারও ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে ধস। ইংল্যান্ডের শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৬৩ রানে। ১১৫ বলে ১২৩ রান করে রানআউট হয়েছেন ব্রুক। ১১টি চারের সঙ্গে ৫টি ছক্কায় তিনি নিজের ইনিংস সাজিয়েছেন। শেষ পর্যন্ত ৫৪ ওভার ৪ বলে ২৮০ রানে অলআউট হয় ইংলিশরা। ইনিংসে সফরকারীরা রান তুলেছে ওভারপ্রতি ৫.১২ হারে। 

ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে না পারলেও বোলিংয়ে সেটি পুষিয়ে দিয়েছে ইংল্যান্ড। ৮৬ রানের মধ্যেই নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছেন ইংল্যান্ডের পেসাররা। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা ও’রুর্কিকে (১৬ বলে ০) নিয়ে প্রথম দিন পার করেছেন টম ব্লান্ডেল (৭)। এখনো ম্যাচে ১৯৪ রানে এগিয়ে ইংল্যান্ড।