ক্যারিয়ারের প্রথম লাল কার্ড, দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১০:১০
শেয়ার :
ক্যারিয়ারের প্রথম লাল কার্ড, দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার

জার্মান বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়াল নয়ার দুই দশকের বর্ণিল ফুটবল ক্যারিয়ারে খেলেছেন ৮৬৬ ম্যাচ। তবে এই প্রথম কোন ম্যাচে তিনি পেলেন লাল কার্ড দেখার তেতো স্বাদ। যে ক্ষত আরও বাড়িয়ে দিয়েছে নিষেধাজ্ঞার খবর।

জার্মান কাপে লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানুয়েল নয়ার। লাল কার্ডের পাশাপাশি অভিজ্ঞ এই গোলরক্ষককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে জার্মান ফুটবল অ‍্যাসোসিয়েশন (ডিএফবি)।

এক বিবৃতিতে, ডিএফবি বৃহস্পতিবার নয়ারের শাস্তির কথা জানায় যার ফলে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না নয়ার।

জার্মান কাপের সেই ম‍্যাচে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে লেভারকুসেনের ডিফেন্ডার ফ্রিম্পংকে ফাউল করেন ৩৮ বছর বয়সী নয়ার। সঙ্গে সঙ্গেই রেফারি নয়ারকে লাল কার্ড দেখান। প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে ১৭তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

অধিনায়ককে হারানোর পর কোণঠাসা হয়ে পড়ে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি। প্রায় পুরো ম্যাচে ১০ জন খেলোয়াড় থাকায় লেভারকুসেন সুবিধা পেয়েছে। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে টেল্লার গোলে ১-০ গোলে বায়ার্নকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে জাবি আলোনসোর দল।