পাকিস্তানের প্রস্তাব ‘ফিরিয়ে দিচ্ছে’ ভারত, আইসিসির সভা স্থগিত
চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে নাটকীয়তা চলছেই। ভারত যাতে টুর্নামেন্টে যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য ‘পার্টনারশিপ ফর্মুলা’র প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির দেওয়া সেই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ভারতীয় বোর্ড (বিসিসিআই)। এ কারণে আজ বৃহস্পতিবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পূর্ব নির্ধারিত সভা স্থগিত হয়েছে।
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের দেওয়া ‘পার্টনারশিপ ফর্মুলা’ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আইসিসির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর।
বলে রাখা ভালো, পাকিস্তানেরে মাটিতে ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ‘পার্টনারশিপ ফর্মুলা’র প্রস্তাব দেয় পাকিস্তানের বোর্ড। অন্যদিকে, সবশেষ এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিতেও ‘হাইব্রিড মডেল’-এ খেলতে চেয়েছিল ভারত। ‘পার্টনারশিপ ফর্মুলা’ অনুযায়ী, পরবর্তী ৩ বছরের জন্য ভারতে হতে যাওয়া আইসিসির কোনো ইভেন্টেই খেলবে না পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।
পরবর্তী ৩ বছরে ভারত ‘২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ’, শ্রীলংকার সঙ্গে সহ আয়োজক হিসেবে ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ’ ও ২০২৭ সালের ‘চ্যাম্পিয়নস ট্রফি’ আয়োজন করতে যাচ্ছে। জানা গেছে, বিসিসিআইকে এই পদ্ধতি মানার পরামর্শ দিয়েছে আইসিসি।
এদিকে, আজ আইসিসির বোর্ড মিটিংয়ে যোগ দিতে দুবাই গিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নকভি। সূত্রের বরাত দিয়ে জিও টিভি বলছে, পিসিবি স্পষ্ট করে আইসিসিকে বলে দিয়েছে, যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তখনই সভা হওয়া উচিত। সবার আগে ভারতের অবস্থান স্পষ্ট করা জরুরি।