বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন জাকের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ১০১ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে সিরিজেও ১-১ ব্যবধানে শেষ করেছে টাইগাররা।
এই সিরিজে বাংলাদেশের বোলাররাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। জ্যামাইকা টেস্টের শেষ ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ।
তবে কিংস্টনে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় কাজটা করেন জাকের আলী। এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে ১০৬ বলে ৯১ রানে অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কায়। তার এই ইনিংসের পর তাকে নিয়ে রীতিমতো প্রশংসা শুরু হয়েছে।
ম্যাচ শেষে জাকের অবশ্য নিজের এই প্রাপ্তিকে বাবার প্রতি উৎসর্গ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে তিনি একটি পোস্টে লিখেন।
পোস্টে জাকের লিখেন, ‘তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজ এর একটা ম্যাচও আমি মিস করিনাই,সারারাত জেগে বাংলাদেশ এর খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো ,কিন্তু কোনো বকা দিলনা। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশ এর হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাতজেগে খেলা দেখতো। এই জয় তোমার প্রতি উৎসর্গ করলাম।’