শ্রীলংকাকে ২২৮ রানে আটকে রাখল বাংলাদেশ
আগের দুই ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া বাংলাদেশের সামনে এবার শ্রীলংকা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২২৮ রান করেছে লংকানরা।
আজ মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলংকা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক ভিহাস থিউমিকা।
প্রথমে ব্যাটিংয়ে নামা শ্রীলংকার ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট শিকার করে বাংলাদেশ। বিশেষ করে আল ফাহাদ ও রিজান হোসেনের তোপে আসা-যাওয়ার মিছিলে যোগ দেয় তারা। তবে একপ্রান্তে আগলে রেখে লংকার ইনিংস বড় করার স্বপ্ন দেখান ভিমাথ দিনসারা। চারে নেমে শেষ উইকেট হিসেবে আউট হওয়া এই ব্যাটার ১৩২ বলে ১০টি চারে ১০৬ রান করেন। এছাড়া অধিনায়ক থিউমিকা ২২ রান করেন।
বাংলাদেশ বোলার আল ফাহাদ সর্বোচ্চ ৪টি উইকেট পান। রিজান ৩টি উইকেট দখল করেন।