বায়ার্নের পরের ম্যাচে কেইনকে নিয়ে শঙ্কা
ঊরুতে চোট পেয়েছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের পরের ম্যাচে জার্মান কাপে বায়ার লেভারকুজেনের বিপক্ষে এই তারকা স্ট্রাইকারের খেলায় তাই শঙ্কা রয়েছে। রবিবার কেইনের ঊরুর পেশিতে চোট পাওয়ার কথা বুন্ডেসলিগার ক্লাব বায়ার্ন জানিয়েছে।
শনিবার লিগের সবশেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কেইন এই চোট পান। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচের ৩৩তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এবারের বুন্ডেসলিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করা স্ট্রাইকার।
বায়ার্ন পরদিন তার চোটের কথা নিশ্চিত করে। দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, জার্মান কাপ চ্যাম্পিয়ন লেভারকুজেনের বিপক্ষে কেইনকে নিয়ে শঙ্কার কথা। মঙ্গলবারের ম্যাচটির জন্য তার ফিট হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ।
এদিকে জার্মান সংবাদ মাধ্যমের খবর, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ অধিনায়ক কেইনকে।