দারুণ জয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬
শেয়ার :
দারুণ জয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে হারের ধাক্কা স্প্যানিশ লা লিগা দিয়ে কিছুটা সামাল দিল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে গেতাফেকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্টে নিয়ে এল রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে এদিন গোল পেয়েছেন জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপ্পে। 

১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। অথচ, লা লিগার শুরুর কয়েক ম্যাচ পর অনেক ব্যবধানে এগিয়ে ছিল হ্যান্সি ফ্লিকের বার্সা। লা লিগায় এই দুই দলের পর তৃতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। রিয়ালের চেয়ে ১ পয়েন্ট কম বার্সেলোনার সমান ম্যাচ খেলা ক্লাবটির। 

রিয়াল এদিন ম্যাচের শুরু থেকে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও শেষ পর্যন্ত আক্রমণে সফল হতে পারছিল না। কার্লো আনচেলত্তির দল প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৩০তম মিনিটে। প্রতিপক্ষের বক্সে অ্যান্টোনিও রুডিগারকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। লিভারপুলের ম্যাচে এমবাপ্পে পেনাল্টিতে গোল পাননি। এই ম্যাচে শট নিতে আসেন বেলিংহ্যাম। দারুণ শটে রিয়ালকে এগিয়ে নেন তিনি। 

আট মিনিট পর রিয়ালের ব্যবধান বাড়ান প্রবল চাপে থাকা এমবাপ্পে। বেলিংহ্যামে থ্রু পাস ধরে দূর থেকে জোরাল শটে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। এর মাধ্যমে লিগে আট গোল পূর্ণ করলেন এই ফরাসি তারকা। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউসের গোলসংখ্যাও আট। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। 

৫৩ মিনিটে রিয়াল আরও একটি সুযোগ পায়। তবে গোলমুখে গিয়ে বল বাইরে দিয়ে মারেন লুইস দিয়াস। সুযোগ পেয়েছিল গেতাফেও। তবে কার্লেস পেরেসের নেওয়া শট পোস্টে বাধা পায়। ৭২তম মিনিটে রিয়ালের ফেদে ভালভের্দের দূর থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গেতাফের গোলরক্ষক। দু্ই মিনিট পর সুবর্ণ সুযোগ তৈরি করেও নষ্ট করেন এমবাপ্পে। পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় তার শট। এরপর আরও আক্রমণ শাণিয়েও গোল পাননি তিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।