রাজধানীতে বিএনপির আনন্দ মিছিল
সিলেটে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস তারেক রহমান
২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের বেকসুর খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
গতকাল রবিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল হয়। মিছিলটি নয়াপল্টন সড়ক সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এতে আরও অংশ নেন- বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের কামরুজ্জামান জুয়েল, এনামুল হক এনাম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।
একই মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় তার নিজ এলাকা টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রায় ঘোষণার পর জেলার ভূঞাপুরের বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাস করেন দলটির নেতাকর্মীরা।
এদিকে সিলেটে রাষ্ট্রদ্রোহের দুই মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। ২০১৪ সালে সিলেটের আদালতে মামলা দুটি করেছিলেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা। গতকাল দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে তাকে খালাসের রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই দুটি মামলা দায়ের করা হয়েছিল। এর একটি করেছিলেন জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অপরটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সেসময়কার সভাপতি শামীম মোল্লা।
আদালত সংশ্লিষ্টসূত্র জানায়, ২০২৩ সালের ১৮ এপ্রিল মামলার প্রসেস দাখিলের জন্য বাদীপক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু এরপর থেকে মামলার বাদী আদালতে হাজির হননি এবং প্রসেসও দাখিল করেননি। এরই প্রেক্ষিতে আদালত মামলা দুটি খারিজ করে দিয়েছেন।
দুটি রাষ্ট্রদ্রোহ মামলা খারিজের পর আনন্দ মিছিল করেছে জেলা-মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
গতকাল বিকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।