নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রীতি নারী ফুটবল ম্যাচ এবং মার্শাল আর্ট প্রদর্শনী
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক প্রীতি নারী ফুটবল ম্যাচ ও মার্শাল আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) কক্সবাজার জেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে একশনএইড বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ামিন হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার কক্সবাজার অঞ্চলের প্রধান ইয়োকো আকাসাকা এবং একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।
দুপুর ৩টায় জাতীয় সংগীত ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে অতিথিবৃন্দ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে একটি সুন্দর ও সমতার সমাজ গড়ে তুলবো যেখানে কোনো সহিংসতা থাকবে না।’ এছাড়াও তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানান।
পাশাপাশি স্বাগত বক্তব্যে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির নারীর ক্ষমতায়নের পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও সমাজে নারীরা যেন কোনো বৈষম্যের শিকার না হয় এবং তাদের সম-অধিকার নিশ্চিতে সবাইকে সচেতন থাকার জন্য পরামর্শ দেন।
পরবর্তীতে মার্শাল আর্ট প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে কক্সবাজার জেলার কারাত এবং উসুর খেলোয়াড়গণ। অংশগ্রহণকারীরা বিভিন্ন কলাকৌশল ও শারীরিক কসরত প্রদর্শন করেন। নান্দনিক এসকল প্রদর্শনীতে মুগ্ধতায় ভেসেছে উপস্থিত দর্শকবৃন্দ। করতালির মাধ্যমে কলাকৌশলীদের অভিবাদন জানান তাঁরা।
মার্শাল আর্ট প্রদর্শনীর পরপরই নারী ফুটবলাররা মাঠে প্রবেশ করেন। খেলায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা ফুটবল একাডেমির নারী দল এবং রামু নারী ফুটবল দল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত দর্শক ম্যাচটি উপভোগ করেন। ৫০ মিনিটের নির্ধারিত ম্যাচে ১-০ গোলের ব্যবধানে কক্সবাজার জেলা ফুটবল একাডেমির নারী একাদশকে পরাজিত করে রামু নারী ফুটবল একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী পর্বে অংশগ্রহণকারী সকলকে অভিবাদন জানিয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
এছাড়াও এসময় অনুষ্ঠানে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার জেলার ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকীসহ জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর আন্তর্জাতিকভাবে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, বছরের প্রতিটি দিন নারীরা সমাজে এবং কর্মক্ষেত্রে যে সহিংসতার শিকার হচ্ছে, তা প্রতিরোধে নারী-পুরুষ সবার সোচ্চার এবং পরিবর্তনের ব্যক্তিত্ব হয়ে ওঠা। এরই ধারাবাহিকতায় দেশের নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে, অধিকার ও সুযোগ তৈরি করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও শক্তিশালী করতে একশনএইড বাংলাদেশ এই অনুষ্ঠানটি আয়োজন করেছে।