রাজা প্রতাপ দেখালেও জিম্বাবুয়েকে অনায়াসে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ২১:০৮
শেয়ার :
রাজা প্রতাপ দেখালেও জিম্বাবুয়েকে অনায়াসে হারাল পাকিস্তান

দুর্দান্ত বোলিং করার পর ব্যাট হাতেও দারুণ ছন্দে খেলছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। দলের ওপেনার তাদিওয়ানাশে মারুমানির সঙ্গে জুটিতে পাকিস্তানকে হারানোর পথেই ছিল রাজার জিম্বাবুয়ে। তবে এক পর্যায়ে অন্যরা হুড়মুড়িয়ে ভেঙে পড়লে রাজাও টিকতে পারেননি। শেষ ২১ রান তুলতে ৮ উইকেট হারিয়ে বড় পরাজয় দেখল জিম্বাবুয়ে। 

বুলাওয়েতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৫ ওভার ৩ বলেই ১০৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫৭ রানে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল স্বাগতিকরা। 

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ রানের মধ্যে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে জয়ের স্বপ্ন জাগিয়ে তোলে পাকিস্তান। ৭৭ রান পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। ৫৯ রান আসে মারুমানি ও রাজার জুটিতে। ৭৭ রানের মাথায় মারুমানি (২০ বলে ৩৩) ফিরলে শুরু হয় ধস। ৮৭ রানে চতুর্থ ব্যাটার হিসেবে রায়ান বার্লের পর ৯২ রানে ফেরেন ক্লাইভ মাদান্দে। 

দলীয় ৯৫ রানে থামে রাজার প্রতিরোধও। ২৮ বলে ৩৯ রান করে বিদায় নেন তিনি। এরপর দলের সঙ্গে আর ১৩ রান যোগ করতে আউট হন বাকি চার ব্যাটারও। শেষ সাত ব্যাটারের মধ্যে কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। এর মধ্যে শেষ ৩ ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। 

ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম। আরেক স্পিনার আবরার আহমেদ ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। বাকি ৩ উইকেটের দুইটি হারিস রউফের, একটি জাহানদাদ খানের। 

এর আগে, পাকিস্তান শুরুর দিতে দ্রুতগতিতে রান তুললেও মাঝে রান তোলার গতি কমে যায়। পাওয়ার প্লের ৬ ওভারে ৫২ রান করা দলটির এক শ পূর্ণ করতে লাগে ১৪ ওভার। তবে শেষের দিকে রানের গতি বাড়ে তৈয়ব তাহির (২৫ বলে ৩৯) ও ইরফান খানের (১৫ বলে ২৭) ব্যাটে। তিনে নেমে ৩০ বলে ৩৯ রান করেছেন উসমান খান। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট তুলে নেন রাজা।