নারী বিগ ব্যাশে চ্যাম্পিয়ন মেলবোর্ন রেনেগেডস

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬
শেয়ার :
নারী বিগ ব্যাশে চ্যাম্পিয়ন মেলবোর্ন রেনেগেডস

নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) ২০২৪ আসরে চ্যাম্পিয়ন হয়েছে মেলবোর্ন রেনেগেডস। আজ রবিবার অনুষ্ঠিত হওয়া ফাইনালে ব্রিসবেন হিটকে ডিএলএস পদ্ধতিতে ৭ রানে হারিয়ে শিরোপার মুকুট পরে রেনেগেডস। 

ফাইনালের মঞ্চে একক শো দেখিয়েছেন রেনেগেডসের ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হেইলি ম্যাথিউস। ব্যাট হতে ৬১ বলে ৬৯ রান করার পর বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। ফাইনালের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন এই ক্যারিবিয়ান। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে রেনেগেডস। ম্যাথিউস ছাড়া দলটির হয়ে তেমন কেউই বড় রান করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান (২১ বলে) এসেছে জর্জিয়া আরেহামের ব্যাটে। ১২ বলে ১৬ রান করেন নাওমি স্টলেনবার্গ। 

ইনিংস বিরতির সময়ই বাগড়া দেয় বৃষ্টি। ফলে দ্বিতীয় ইনিংস যথাসময়ে শুরু করা যায়নি। পরে ম্যাচ নেমে আসে ১২ ওভারে। ডিএলএম পদ্ধতিতে ব্রিসবেন হিটের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৮ রানের। 

রান তাড়া করতে নেমে একা অধিনায়ক জেস জোনাসেন ছাড়া ব্রিসবেন হিটের কেউই দৃঢ়তা দেখাতে পারেননি। ২৮ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওপেনিংয়ে নেমে ১৫ বলে ১৬ রান করেন জর্জিয়া রেডমেইন। শেষদিকে নিকোলা হ্যানককও (৬ বলে ১৩) কিছুটা চেষ্টা করেছেন।