নেপালকে ১৪১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮
শেয়ার :
নেপালকে ১৪১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা নেপাল যুবাদের ১৪১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ যুবারা।

আজ রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম।

তবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বোলারদের দাপটে বিপদে পড়ে নেপালের ব্যাটাররা। তিন ব্যাটার ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৭৭ বলে ৪৩ রান করেন ওপেনার আশাশ ত্রিপাঠি। এছাড়া সমান ২৯ রান করে আসে উত্তম মাগার ও অভিষেক তিওয়ারির ব্যাট থেকে।

বাংলাদেশ বোলার আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন দুটি করে উইকেট দখল করেন।