পেনাল্টিতে হ্যাটট্রিক করে ক্লাইভার্টের ইতিহাস
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অনন্য এক কীর্তি গড়লেন জাস্টিন ক্লাইভার্ট। প্রথম ফুটবলার হিসেবে লিগটিতে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করলেন এই বোর্নমাউথ ফরোয়ার্ড।
শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-২ গোলে হারায় বোর্নমাউথ। যেখানে দুই অর্ধে তিনটি পেনাল্টি কাজে লাগান ক্লাইভার্ট।
এছাড়া পেনাল্টিতে হ্যাটট্রিকের মতো আরেকটি ‘প্রথম’ দেখা দেখা গেছে এই ম্যাচে। প্রথমবার একাই তিনটি পেনাল্টি আদায় করেছেন একজনই! একাই তিনটি পেনাল্টি জিতে প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে নাম তুলেছেন বোর্নমাউথের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসন।
এদিন ম্যাচের প্রথম ২০ মিনিটেই গোলের বন্যা বয়ে যায়। চতুর্থ মিনিটে পেনাল্টিতে গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন ক্লাইভার্ট। পরের মিনিটেই গোল শোধ করে দেন উলভারহ্যাম্পটনের ইয়োর্গেন স্ত্রান লারসেন।
তিন মিনিট পরই আবার বোর্নমাউথকে এগিয়ে দেন মিলোস কেরকেজ। ১৮তম মিনিটে ক্লাইভার্টের দ্বিতীয় পেনাল্টি গোল ব্যবধান বাড়ায় আরও।
বিরতির পর ৬৯তম মিনিটে লারসেনের দ্বিতীয় গোলে ফেরার আশা জায়গায় উলভারহ্যাম্পটন। তবে ৭৪তম মিনিটে ক্লাইভার্টের ইতিহাস গড়া পেনাল্টি ম্যাচে ফয়সালা করে দেয়।