হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি /

৩ শর্তে ‘রাজি’ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ২১:১৩
শেয়ার :
৩ শর্তে ‘রাজি’ পাকিস্তান

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসার কথা চ্যাম্পিয়নস ট্রফির আসর। তবে এখনো সূচি কিংবা ভেন্যু নিশ্চিত করা যায়নি। সরকারের থেকে অনুমতি না পাওয়ায় এরই মধ্যে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সব দলের অংশগ্রহণ যাতে থাকে সেজন্য চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছিল পাকিস্তানকে। 

এতদিন হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করার ব্যাপারে শক্ত অবস্থানে ছিলেন পিসিবি সভাপতি মহসিন নকভি। এবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানাল, কয়েকটি শর্ত দিয়ে হাইব্রিড মডেলে রাজি হয়েছে পাকিস্তান। যদিও এই ব্যাপারে পিসিবি বা আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি। 

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির শর্তাবলী-

*ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে জড়িত ম্যাচগুলি দুবাইতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি সেমিফাইনাল এবং ফাইনালও (যদি তারা যোগ্যতা অর্জন করে) আছে।

*ভারত যদি প্রতিযোগিতার গ্রুপ পর্ব পার হতে না পারে সেক্ষেত্রে পাকিস্তান সেমিফাইনাল এবং ফাইনাল লাহোরে আয়োজন করবে।

*ভারত যদি ভবিষ্যতে আইসিসি ইভেন্টের আয়োজন করে, পাকিস্তান তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান মুবাশির উসমানির সঙ্গে দুবাইয়ে দেখা করেছেন। নকভি নাকি উসমানিকে বলেছেন, পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য প্রস্তুত এবং সবকিছু গুছিয়ে রেখেছিল। তথ্যানুযায়ী, নকভি আরও বলেছেন, পাকিস্তানের পরিস্থিতি স্থিতিশীল এবং মেগা-ইভেন্টে অংশ নেওয়া সমস্ত দলকে রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তা দেওয়া হবে। উসমানি আইসিসির সহযোগী সদস্যদের কমিটিরও চেয়ারম্যান।