শ্রীলংকাকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ১৮:০৫
শেয়ার :
শ্রীলংকাকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠ ডারবানে স্বাগতিকদের ভয়ই পাইয়ে দিয়েছিল শ্রীলংকা। টেস্টের প্রথম ইনিংসে এক শ’র আগে ৫ উইকেট তুলে নিয়ে সম্ভাবনা দেখায় দারুণ কিছুর। তবে শুরুর ওই সময়টুকু ছাড়া আর ম্যাচে আধিপত্য দেখাতে পারেনি সফরকারীরা। পুরো ম্যাচে দাপট দেখিয়ে ২৩৩ রানের বড় জয় তুলে নিল প্রোটিয়ারা। 

নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে লংকানদের রেকর্ড মাত্র ৪২ রানে গুটিয়ে দেয় মার্কো জেনসেনের নেতৃত্বাধীন প্রোটিয়া বোলিং লাইন আপ। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ধনাঞ্জয়া ডি সিলভার দল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৬৬ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তাতে ৫১৬ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায় লংকানদের সামনে। পাহাড় অতিক্রম করতে নেমে ২৮২ রানেই থামে তারা। 

এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ চক্রের পয়েন্ট টেবিলের দুইয়ে চলে এল দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচে ৫টি জয়, ৩ হার ও ১ ড্র করা দক্ষিণ আফ্রিকার শতাংশ পয়েন্ট এখন ৫৯.২৬। তিনে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার শতাংশ পয়েন্ট ৫৭.৬৯। শীর্ষে থাকা ভারতের ১৫ ম্যাচ খেলে অর্জন ৬১.১১ শতাংশ পয়েন্ট। 

দক্ষিণ আফ্রিকার এই ম্যাচে জয়ের নায়ক অলরাউন্ডার মার্কো জেনসেন। প্রথম ইনিংসে শ্রীলংকাকে ৪২ রানে গুটিয়ে দেওয়ার পথে ৬ ওভার ৫ বলে মাত্র ১৩ রানের বিনিময়ে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট শিকার করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। 

ম্যাচে বিশেষভাবে উল্লেখ করতেই হয় প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার কথা। নিজেদের প্রথম ইনিংসে বিপদের মুখে দাঁড়িয়ে ৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। যেখানে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কেশাভ মহারাজের রান ২৪। দ্বিতীয় ইনিংসে তো সেঞ্চুরিই পেয়েছেন বাভুমা। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ত্রিস্তান স্টাবসও।