৯ হাজারের মাইলফলকে উইলিয়ামসন, জয় দেখছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ১৪:৫০
শেয়ার :
৯ হাজারের মাইলফলকে উইলিয়ামসন, জয় দেখছে ইংল্যান্ড

প্রথম নিউজিল্যান্ড ব্যাটার ও বিশ্বের ১৯তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন কেন উইলিয়ামসন। তবে ম্যাচের তৃতীয় দিন শেষে হারের সামনে দাঁড়িয়ে স্বাগতিকরা। কিউইরা দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে ও মাত্র চার রানের লিড নিয়েছে।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজের প্রথমটিতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৪৮ রানে অলআউট হয়ে যায়। এর জবাবে বেন স্টোকসের দল বোর্ডে ৪৯৯ রান তোলে এবং ১৫১ রানের লিড নেয়।

যদিও ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে এই ম্যাচে জয় পেলেও ইংল্যান্ড কোনো সুবিধা পাবে না। মূলত বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের সংগ্রহে রয়েছে ৪০.৭৯ শতাংশ পয়েন্ট এবং দলটি তালিকার ছয় নম্বর স্থানে রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড জিতলেও তাদের অ্যাকাউন্টে মাত্র ৪৩.৭৫ শতাংশ পয়েন্ট হবে এবং দলটি থাকবে ছয় নম্বর স্থানেই। কারণ পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার খাতায় ৫৪.১৭ শতাংশ নম্বর রয়েছে।

আজ শনিবার তৃতীয় দিনের খেলা শুরুতে ইংল্যান্ডের সংগ্রহে ছিল ৩১৯ রান। হ্যারি ব্রুক একটি দুর্দান্ত ডাবল সেঞ্চুরির দিকে এবং বেন স্টোকস সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে দুই ব্যাটারই মিস করে যান। ব্রুক ১৭১ রানে আউট হন এবং স্টোকস ৮০ রানে আউট হন। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪৯৯ রানে। এরপরে গাস অ্যাটকিনসন ৩৬ বলে চারটি বাউন্ডারি ও ২টি ছক্কা মেরে ৪৮ রানের ইনিংসে খেলেন। এই সময়ে ব্রিডন কার্স ২৪ বলে ৩৩ রান করেন। তিনি ২টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন।

১৫১ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের সূচনা করে নিউজিল্যান্ড। তবে কিউইদের দ্বিতীয় ইনিংসের শুরুটা খুবই খারাপ হয়েছিল। দলের তিন রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। এরপরে ২৩ রানে দ্বিতীয় ও ৬৪ রানের মধ্যে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

চবে এরপরে কেন উইলিয়ামসন অবশ্য একটি হাফসেঞ্চুরি করেন এবং দলকে লড়াইয়ে ফেরান। এই সময়ে তিনি টেস্টে নিজের ৯০০০ রান পূর্ণ করেন। তবে ৮৬ বলে ৬১ রান করে আউট হন কেন উইলিয়ামসন। ৬১ রানের ইনিংসে সাতটি চার মেরেছিলেন তিনি। তবে কেন উইলিয়ামসন ছাড়া অন্য কোনও কিউই ব্যাটার সেভাবে পারফর্ম করতে পারেননি। তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহে রয়েছে ১৫৫ রান। এই মুহূর্তে ইংল্যান্ডের থেকে মাত্র চার রান এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।