তানজিমের খরুচে বোলিংয়ের ম্যাচে গায়ানার হার
আগের ম্যাচে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে একটি উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন এই বাংলাদেশি পেসার। যেখানে ভিক্টোরিয়ার বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে গায়ানা।
প্রোভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভিক্টোরিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় জয় নিশ্চিত করে। সর্বোচ্চ ২৪ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কারিমা গোরে। স্কট এডওয়াডর্সের ব্যাট থেকে আসে ৩১ রান। তাকে ফেরান তানজিম সাকিব।
সাকিব ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। অধিনায়ক ইমরান তাহির ২টি উইকেট দখল করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মঈন আলীর ৫১ ও শেই হোপের ৪০ রানে ভর করে দেড়শ রানের বেশি সংগ্রহ পায় গায়ানা। মঈন ৩৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে জ্যাকসন স্মিথের বলে বোল্ড হন।