বর্ষসেরা কোচের লড়াইয়ে রয়েছেন যে ৫ জন

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ১০:০৪
শেয়ার :
বর্ষসেরা কোচের লড়াইয়ে রয়েছেন যে ৫ জন

ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে জায়গা পেয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের এই কোচ ছাড়াও লিওনেল স্কালোনি, লুইস দে লা ফুয়েন্তে, জাবি আলোন্সো ও পেপ গুয়ার্দিওলা সেরা পাঁচের তালিকায় রয়েছেন।

গতকাল শুক্রবার ফিফা বর্ষসেরা কোচ ও খেলোয়াড়ের জন্য মনোনীত হওয়াদের নাম প্রকাশ করেছে। যেখানে ২০২৩ সালের ২১ অগাস্ট থেকে ২০২৪ সালের ১০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় করা হয়েছে এই তালিকা।

ফিফার এই পুরস্কারে ভোট দেওয়ার সুযোগ থাকছে ভক্ত-সমর্থকদের। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের চার ভাগের এক ভাগ। বাকি তিন ভাগ দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দেওয়া যাবে।