নিষেধাজ্ঞা মেনে নিলেন শিয়াওতেক
ডোপিং টেস্টে পজিটিভ হয়ে নিষেধাজ্ঞার শাস্তি পেলেন ইগা শিয়াওতেক। টুর্নামেন্টের বাইরে থাকাকালীন গত অগাস্টে নেওয়া এই নারী টেনিস তারকার নমুনা পরীক্ষায় নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন (পিএমজেড) পাওয়া গেছে। ওই সময়ে ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ২৩ বছর বয়সী পোলিশ তারকা।
নারী টেনিসের সাবেক নাম্বার ওয়ান ও পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে এজন্য এক মাসের নিষেধাজ্ঞা দেওয়ার কথা বৃহস্পতিবার জানায় ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
তার শাস্তি অবশ্য আরও কঠিন হতে পারত। এক্ষেত্রে ভাগ্য ভালো বলতে হবে শিয়াওতেকের। তার চিকিৎসায় নেওয়া ঔষধে ওই নিষিদ্ধ উপাদান ছিল বলে নিশ্চিত হয়েছে আইটিআইএ।
পোল্যান্ডে প্রস্তুত ও বিক্রি হওয়া এই ঔষধ জেট ল্যাগ দূর করতে এবং ঘুমের সমস্যার কারণে নিয়েছিলেন শিয়াওতেক। তবে ইতোমধ্যে নিজের ভুল বুঝতে পেরে শাস্তি মেনেও নিয়েছেন ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন।