বারবার জীবন পেয়ে ব্রুকের সেঞ্চুরি, দিনটি ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১৩:২৮
শেয়ার :
বারবার জীবন পেয়ে ব্রুকের সেঞ্চুরি, দিনটি ইংল্যান্ডের

একবার কিংবা দুবার নয়, চারবার জীবন পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। এমন সুযোগ পেয়ে সেঞ্চুরি তুলে নিতে কোনো ভুল করলেন না তিনি। নিউজিল্যান্ড ক্যাচ ছেড়েছে আরও দুইটি। কিউইদের ক্যাচ মিসের এমন মহড়ার দিনে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। 

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩১৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে তারা আরও ২৯ রান যোগ করে অলআউট হয় ৩৪৮ রানে। ৫ উইকেট হাতে রেখে এখন মাত্র ২৯ রান পিছিয়ে আছে সফরকারী ইংলিশরা। 

প্রথম দিন শেষে ৪১ রানে অপরাজিত ছিলেন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। শেষ পর্যন্ত ৫৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। তরুণ ব্যাটার জ্যাকব বেথেলও ১০ রানের বেশি করতে পারেননি। দেড়শতম টেস্ট খেলতে নেমে ০ রানেই আউট হন জো রুট। ওপেনিংয়ে নেমে দারুণ শুরু করা বেন ডাকেটও আউট হয়েছে ব্যক্তিগত অর্ধশতকের চার রান দূরে থাকতে। 

৭১ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে লিডের স্বপ্ন জাগিয়ে তোলে নিউজিল্যান্ড। তবে পঞ্চম উইকেটে ওলি পোপের সঙ্গে ১৫১ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে দিশা দেখান ব্রুক। ২২২ রানের মাথায় বিদায় নেন পোপ। দিনভর কিউই ফিল্ডাররা ক্যাচ মিস করলেও পোপকে দুর্দান্ত এক ক্যাচে ফিরিয়েছেন ফিলিপস। ৯৮ বলে ৭৭ রান করেন ছয়ে নামা এই ব্যাটার। 

দিনের বাকি সময়টাতে আর কোনো বিপদ ঘটতে দেননি ব্রুক। অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি। ৬৫ বলে ৫০ করা ব্রুক শতক ছুঁয়েছেন ১২৩ বলে। দিনশেষে ১৬৩ বলে ১৩২ রানে অপরাজিত আছেন তিনি। ১০টি চারের সঙ্গে তার ইনিংসে আছে ২টি ছক্কা। ৭৬ বলে ৩৭ রানে অপরাজিত স্টোকস। মাত্র ৭৪ ওভার ব্যাট করেই ওভারপ্রতি ৪.৩১ হারে এদিন রান করেছে ইংল্যান্ড।