কলকাতায় বাংলাদেশি কনস্যুলেট ঘেরাওয়ের চেষ্টা, সংঘর্ষে আহত পুলিশ
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে সংঘর্ষে পুলিশসহ একাধিক জন আহত হয়েছেন। আজ বৃহিস্পতিবার হিন্দু মহাসভার সদস্যরা বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা হচ্ছে দাবি করে হাইকমিশনের অভিমুখে যাত্রা করে। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শান্তিপূর্ণভাবে প্রথমে অবস্থান শুরু করেছিলেন হিন্দু সভার সদস্যরা। ধীরে ধীরে তারা উত্তেজিত হয়ে ওঠেন। এরপর বাংলাদেশি কনস্যুলেটের দিকে যাত্রা শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের ঠেকাতে গেলে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
পুলিশ জানিয়েছে, তারা বেশ কয়েকজনকে আটক করেছেন। আর আহত পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
চিন্ময় দাস ইস্যু নিয়ে গত সোমবার থেকে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। সেই উত্তাপ ছড়িয়েছে কলকাতাতেও। তবে আজকের ঘটনায় হিন্দুসভার পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?