২০২৫ সাল পর্যন্ত মায়ামিতে সুয়ারেজ
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে নতুন করে এক বছরের চুক্তি করেছেন লুইস সুয়ারেজ। ফলে ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই উরুগুয়ের ফরোয়ার্ড।
বুধবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২০২৫ সাল পর্যন্ত সুয়ারেজের চুক্তির মেয়াদ বাড়ানোর হয়েছে। তাই আগামী মৌসুমের পুরোটাই এই দলের হয়ে খেলবেন সাবেক বার্সেলোনা তারকা।
৩৭ বছর বয়সী এই তারকা বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গে মিলে এখানেও ধারাল আক্রমণভাগ গড়ে তুলেছেন। এবারের মেজর সকার লিগে মায়ামির প্রথমবারের মতো সাপোর্টার’স শিল্ড জয়ে ও এক আসরে রেকর্ড পয়েন্ট অর্জনের পথে ২১টি গোল ও ১০টি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সাপোর্টার শিল্ড জিতলেও এমএলএস কাপের প্লে অফ একেবারেই ভালো কাটেনি মায়ামির। এর প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে তারা অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হেরে। তাই আগামী ফেব্রুয়ারির আগে ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ব্যস্ততা নেই মেসি-সুয়ারেসদের।