‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে রেকর্ডের পাতায় ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১১:১৯
শেয়ার :
‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে রেকর্ডের পাতায় ইয়ামাল

একের পর এক রেকর্ডের জন্ম দেওয়া লামিন ইয়ামালের পালকে এবার যোগ হলো ‘গোল্ডেন বয়’। এই পুরস্কারটি তিনি সবচেয়ে কম বয়সে জিতলেন।

২১ বছর বা এর চেয়ে কম বয়সী ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা তারকাদের মধ্যে সেরা ফুটবলারকে পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। যেখানে ২০২৪ সালের সেরা হিসেবে বুধবার ইয়ামালের নাম ঘোষণা করা হয়। মাত্র ১৭ বছর চার মাস বয়সে পুরস্কারটি জিতলেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ইয়ামাল মূলত নজর কাড়েন। মৌসুম জুড়েই দ্যুতি ছড়ান তিনি। এরপর ডাক পান স্পেন জাতীয় দলে। সেই ধারাবাহিকতায় সবচেয়ে কম বয়সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠে নামার পর, জুন-জুলাইয়ের ওই আসরে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের স্বাদও পান ইয়ামাল। আসর জুড়ে চমৎকার পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়রাও নির্বাচিত হন তিনি।

এরপর এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে সবচেয়ে কম বয়সে অনূর্ধ্ব-২১ বছর বয়সী পুরুষ ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা অ্যাওয়ার্ডও জেতেন ইয়ামাল।

তুত্তোস্পোর্তের নির্ধারিত জুরি বোর্ডের পছন্দে ৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়ে সেরা হন ইয়ামাল। পরে তুত্তোস্পোর্তে প্রকাশিত ভিডিওবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ামাল।

২০০৩ সালে পুরস্কারটি দেওয়া শুরু করে তুত্তোস্পোর্ত। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়।’ গতবার জেতেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। ভবিষ্যতের সেরাদের সেই তালিকায় এবার যোগ হলো ইয়ামালের নাম।

সব মিলিয়ে বার্সেলোনার চতুর্থ ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন ইয়ামাল। মেসি ও ইয়ামাল ছাড়াও জেতেন গাভি ও পেদ্রি। আর কোনো ক্লাবের তিনবারের বেশি নেই এই অর্জন।