সুখবর পেলেন তাসকিন-জাকেররা

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ১৮:০০
শেয়ার :
সুখবর পেলেন তাসকিন-জাকেররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। লোয়ার ব্যাটিং অর্ডারে আলো ছড়িয়েছে জাকের আলীও। ভালো পারফরম্যান্সের সুফলও পেলেন তারা। সবশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন এই দুই ক্রিকেটার। 

অ্যান্টিগা টেস্টে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট নেন তাসকিন। আজ বুধবার আইসিসি প্রকাশিত ১৬ ধাপ এগিয়েছেন ডানহাতি এই পেসার। বর্তমানে তার অবস্থান ৫১ নম্বরে। 

অন্যদিকে, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৫৩ রান করেন জাকের। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩১ রান। টেস্ট ব্যাটারদের মধ্যে ২৪ ধাপ উন্নতি করেছেন তিনি। বর্তমানে তার অবস্থান ৮৪ নম্বরে। 

র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ পেছালেও বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে তাইজুল ইসলাম। বর্তমানে ২৩ নম্বরে আছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে যৌথভাবে মুশফিকুর রহিম ও লিটন দাস। এক ধাপ এগিয়ে মুশফিকের সমান ৩২ নম্বরে লিটন। অ্যান্টিগায় দুই ইনিংসে লিটন ৪০ ও ২২ রান করেছেন। 

এদিকে, পার্থে জয় পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে ভারতের ক্রিকেটারদের জয়জয়কার। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে সরিয়ে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে উঠেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে, ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়ে যশস্বী জয়সোয়ালের অবস্থান দুই নম্বরে। এই তালিকায় সবার ওপরে ইংল্যান্ডের জো রুট।