স্পোর্তিংকে গুঁড়িয়ে দিয়েছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫
শেয়ার :
স্পোর্তিংকে গুঁড়িয়ে দিয়েছে আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্পোর্তিংকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এ জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে গাব্রিয়েল মার্তিনেল্লি, কাই হাভার্টজ ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিকেল আর্তেতার শিষ্যরা।

আর দ্বিতীয়ার্ধের শুরুতে গনসালো ইনাসিওর গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আশা জাগায় স্পোর্তিং। তবে বুকায়ো সাকা ও লেয়ান্ত্রো ত্রোসারের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে আর্সেনাল। গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে আছে স্পোর্টিং ও ব্রেস্ত।