দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ভিনিসিউস

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১৮:৫৩
শেয়ার :
দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ভিনিসিউস

স্প্যানিশ লিগ লা লিগায় রবিবার রাতে লেগানেসের মাঠে ৩-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে পুরো সময়ই খেলেন আক্রমণভাগের তারকা ভিনিসিউস জুনিয়র। তবে ম্যাচের পরদিনই তাকে নিয়ে দুঃসংবাদ দিল রিয়াল মাদ্রিদ। 

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভিনিসিউস। যদিও তিনি কীভাবে চোট পেয়েছেন সেটি জানা যায়নি। আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে প্রায় একমাস মাঠের বাইরে থাকতে হবে ভিনিসিউসকে। ডিসেম্বরের শেষদিকে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে পাওয়ার আশা করছে রিয়াল। 

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ভিনিসিউসকে না পাওয়া রিয়ালের জন্য বড় একটি ধাক্কা। কারণ, এমনিতেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের অবস্থা খুব একটা ভালো নয়। ৩৬ দলের নতুন ফরম্যাটের আসরে প্রথম চার রাউন্ডে দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে স্প্যানিশ জায়ান্টরা।

লা লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রিয়াল। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৩০। এবারের লা লিগায় এখন পর্যন্ত সাতটি ও চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি গোল করেছেন ২৪ বছর বয়সী ভিনিসিউস।