১৫ মৌসুম আইপিএল খেলা ওয়ার্নারকে কেউ কেনেনি
আইপিএলে ডেভিড ওয়ার্নারকে কিংবদন্তি বললে একটুও ভুল হবে না। টানা ৬ মৌসুমে পাঁচ শ’র বেশি রান করা ওয়ার্নার এই রেকর্ড ছুঁয়েছেন ৭ বার। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে এই অস্ট্রেলিয়ান ব্যাটার। তবে এবারের মেগা নিলামের প্রথম ডাকে ওয়ার্নারকে কিনল না কোনো দলই।
২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল ওয়ার্নারের। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি গত আসরে তার দল দিল্লি ক্যাপিটালসও। মূলত, পড়তি ফর্মের কারণেই দল পাননি এই ওপেনার। গত আসরে ৮ ম্যাচে মাত্র ১৬৮ রান করেছেন ওয়ার্নার।
২০০৯ সালে আইপিএলে যাত্রা শুরু হয় ওয়ার্নারের। প্রথম ৫ মৌসুমে খেলেছেন দিল্লির হয়ে। এরপর যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে। দীর্ঘ ৭ মৌসুম এই ফ্র্যাঞ্চাইজিতে খেলে জিতিয়েছেন শিরোপাও। এই দলে মোস্তাফিজুর রহমানের অধিনায়কও ছিলেন ওয়ার্নার। এরপর সবশেষ ৩ মৌসুমে আবার দিল্লিতে খেলেছেন এই বাঁহাতি।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের দেওয়া নিষেধাজ্ঞার কারণে ২০১৮ সালে আইপিএলে খেলতে পারেননি ওয়ার্নার। টুর্নামেন্টটিতে ১৮৪ ম্যাচ খেলা ওয়ার্নারের রান ৬ হাজার ৫৬৫। চল্লিশের বেশি গড় রেখে এই রান করেছেন তিনি। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান তারই। আইপিএলে সবমিলিয়ে তার চেয়ে বেশি রান কেবল বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও রোহিত শর্মার।