শাহাদাতকে ছাড়িয়ে অভিষেকের বছরেই হাসানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৫
শেয়ার :
শাহাদাতকে ছাড়িয়ে অভিষেকের বছরেই হাসানের রেকর্ড

টেস্ট অভিষেকের বছরই চমক দেখালেন হাসান মাহামুদ। অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই জ্বলে উঠলেন এই পেসার। এদিন ইনিংসের শুরুতে নিজের প্রথম দুই ওভারে ক্যারিবীয় দুই ব্যাটারকে সাজঘরে ফেরান এ ডানহাতি। তার গতির তোপে এলবিডব্লিউর শিকার হন জশুয়া ডা সিলভা। নিজের দ্বিতীয় ও দিনের তৃতীয় ওভারে আলজারি জোসেফকে জাকিরের ক্যাচে পরিণত করেন তিনি। এই দুই উইকেট শিকার করে নতুন এক রেকর্ড গড়লেন এ বোলার।

গত মার্চ-এপ্রিলে চট্টগ্রামের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নামেন হাসান। অভিষেকের বছর বাংলাদেশের হয়ে ১৩টি ইনিংস খেলে সর্বোচ্চ ২৫ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডও গড়েছেন লক্ষ্মীপুরের এই ছেলে।

এর আগে ২০০৮ সালে নিজের অভিষেকের বছরে ১৪ ইনিংসে সর্বোচ্চ ২৩ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন শাহাদাত হোসেন রাজীব। এ ছাড়া ২০২২ সালে এবাদত হোসেন ২১ ও খালেদ আহমেদ ২০ উইকেট শিকারের নৈপুণ্য দেখিয়েছেন।

৮ মাসের টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে অষ্টম ম্যাচ খেলছেন হাসান। এরই মধ্যে বোলিংয়ে আলো কাড়লেন এই তরুণ পেসার। পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্টে ইনিংসে ৫টি করে উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে তার। শ্রীলংকার বিপক্ষে অভিষেক সিরিজে ইনিংসে ৪ উইকেট শিকার করে নজর কাড়েন এ পেসার। বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণে যে বিপ্লব ঘটেছে, সেখানে অন্যতম একজন সদস্য হাসানও।

হাসান ও শাহাদাত ছাড়া বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে টেস্টে অন্তত ২০ উইকেট নেওয়ার নজির আছে আর দুজনের- ইবাদত হোসেন (২০২২ সালে ২১ উইকেট) ও সৈয়দ খালেদ আহমেদ (২০২২ সালে ২০ উইকেট)।

বিশ্ব ক্রিকেটে পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ডেনিস লিলির। ১৯৮১ সালে মাত্র ২৫ ইনিংসে ৮৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার।

আর সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড তাইজুল ইসলামের। ২০১৮ সালে ১৩ ইনিংসে ৪৩ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। ওই বছর ১৪ ইনিংসে মেহেদী হাসান মিরাজ ধরেছিলেন ৪১ শিকার।

বিশ্ব ক্রিকেটে এই রেকর্ডটি শেন ওয়ার্নের। ২০০৫ সালে ৩০ ইনিংসে ৯৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিন জাদুকর।