মিলান-জুভেন্টাস হাইভোল্টেজ ম্যাচ ড্র
ইতালিয়ান সিরিআ লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল এসি মিলান ও জুভেন্টাস। তবে ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য নিষ্প্রাণ ড্র হয়েছে।
শনিবার রাতে মিলানের সান সিরোয় এই ড্রয়ে চলতি আসরে একমাত্র দল হিসেবে অপরাজেয় ধারা অবশ্য ধরে রাখল জুভেন্টাস।
যদিও শুরু থেকে আক্রমণে জুভরা কিছুটা এগিয়ে থাকলেও, প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারেনি তারা। এই সময়ে গোলের জন্য তাদের চার শটের একটি লক্ষ্যে ছিল। মিলান শট নিতে পারে দুটি, প্রতিটিই লক্ষ্যভ্রষ্ট।
লিগে ১৩ ম্যাচে ছয় জয় ও সাত ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ইউভেন্তুস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে সাতে এসি মিলান।
এদিকে দিনের প্রথম ম্যাচে হেল্লাস ভেরোনাকে ৫-০ গোলে হারিয়ে, ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।