সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রুপনাকে রাঙামাটিতে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১৮:৪৩
শেয়ার :
সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রুপনাকে রাঙামাটিতে সংবর্ধনা

সাফ শিরোপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের তিন তারকা মনিকা চাকমা, রুপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমাকে রাঙ্গামাটি জেলা প্রশাসন রাজসিক সংবর্ধনা দিয়েছে। এছাড়া তাদের আর্থিক পুরস্কারও দেয়া হয়েছে।

এই তিন নারী ফুটবলার জানান, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পাবর্ত্য অঞ্চল থেকে আরোওবেশি নারী ফুটবলার উঠে আসবে। পরে পাহাড়ে নারী ফুটবলার বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

এদিন সাফজয়ী তিন ফুটবলারকে বরণে পাহাড় সেজে ওঠে ভিন্ন রূপে। ঘাগড়া স্কুল মাঠ থেকে ঋতু, রুপনা ও মনিকাদের নিয়ে যাত্রা শুরু করে গাড়ি বহর। আঁকা-বাঁকা পথে উঁচু নিচু পাহাড় পেরিয়ে এগিয়ে চলে গাড়ি বহর। পথের দুই ধারে শতশত চোখ শুধু এক নজর জয়িতাদের দেখার অপেক্ষায়।

এর আগে নেপালের দশরথ রঙ্গশালা থেকে ব্যাক টু ব্যাক সাফের শিরোপা জয় করে বাংলাদেশ। আসরের সেরা ফুটবলার ঋতুপর্ণা আর সেরা গোলরক্ষক রূপনা দুজনেই রাঙামাটির। তাইতো জেলার পক্ষ থেকে দেয়া এমন রাজসিক সংবর্ধনা। জেলার আরেক কৃতি সন্তার রেফারি জয়া চাকমাকেও ফুটবলারদের সঙ্গে দেয়া সংবর্ধনা।

জমকালো সংবর্ধনার পাশাপাশি জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি রিজিয়ন, পৌরসভা ও ডিএসএ'র পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক পুরস্কার। তিন ফুটবলারকে বরণ করে প্রত্যককে প্রথমে এক লাখ টাকার চেক হস্তান্তর করে জেলা প্রশাসন। পরে প্রত্যেককে রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে ১ লাখ, জেলা পরিষদ পক্ষ থেকে ১ লাখ ও রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেয়া হয়। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন মোহাম্মদ মোশারফ হোসেন খান।