আমিরাত বোলারের নো বল কাণ্ডে ফিক্সিংয়ের ছোঁয়া

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৭
শেয়ার :
আমিরাত বোলারের নো বল কাণ্ডে ফিক্সিংয়ের ছোঁয়া

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠল আবু ধাবি টি-টেন লিগে। যেখানে সংযুক্ত আরব আমিরাতের হজরত বিলাল একটি নো বল করেন। বিলালের পা ক্রিজ থেকে এতটাই বাইরে ছিল যে, ওই নো বল নিয়ে প্রশ্ন উঠছে।

ঘটনাটি স্যাম্প আর্মির সঙ্গে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের ম্যাচে। এটি ২০১৩ সালের আইপিএলে শ্রীসান্থের ম্যাচ গড়াপেটা কাণ্ডকেও মনে করিয়ে দিচ্ছে।

স্যাম্প আর্মির হয়ে খেলা বিলাল শুক্রবারের ম্যাচে চতুর্থ ওভারে বল করতে আসলে তখন ৩২ রানে ২ উইকেট হারিয়েছিল নিউ ইয়র্ক। লক্ষ্য ছিল ১৩৬ রানের। ওভারের শুরুটা ভালো করেছিলেন বিলাল। পঞ্চম বলটি নো বল করেছিলেন। ক্রিজ থেকে প্রায় এক ফুট বাইরে ছিল তার পা। তাতেই উঠছে প্রশ্ন।

স্বাভাবিক ভাবে বোলারেরা নিজেরা মেপে নেন কতটা দৌড়বেন। বিলাল প্রথম চারটি বল ঠিক করার পর এতটা বাইরে কী করে চলে গিয়েছিলেন সেটা নিয়েই উঠছে প্রশ্ন। সতীর্থেরাও তার কাণ্ড দেখে হাসছিলেন। ফ্রি হিটে ছক্কা মারেন ডোনোভান ফেরেইরা।

আবু ধাবি টি-টেন লিগে এর আগেও ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগ উঠেছিল। বছরের শুরুতে আইসিসি বেশ কিছু দেশে ক্রিকেট লিগ নিষিদ্ধ করেছিল। পুণে ডেভিলস দলের ব্যাটিং কোচ আশার জাইদিকে ২০২১ সালে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল ফিক্সিংয়ের অভিযোগে। দলের মালিক পরাগ সাংভি এবং কৃষাণ কুমার চৌধরিকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল।

এর আগে ২০১৩ সালের আইপিএল ম্যাচ ফিক্সিংয়ে নির্বাসিত হয়েছিলেন শ্রীসান্থ। সেই সময় রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন তিনি। ২০২১ সালে তিনি আবার ক্রিকেটে ফিরেছিলেন।