হ্যাটট্রিক করা সুমনের ৭ শিকারে ৪২ রানে শেষ রাজশাহী
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বল হাতে আগুন ঝড়িয়েছেন পেসার সুমন খান। হ্যাটট্রিকসহ রাজশাহীর বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়েছেন ঢাকা বিভাগের এই পেসার। তাতে মাত্র ২০.৫ ওভারে ৪২ রানে গুটিয়ে গেছে রাজশাহী।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ রানই কোনো ইনিংসে সর্বনিম্ন। এর আগে গত মৌসুমে জাতীয় লিগে খুলনার বিপক্ষে ৪৬ রানে অলআউট হয়েছিল বরিশাল। এতদিন সেটিই ছিল দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন ইনিংস।
আজ টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনেই অলআউট হয়ে যায় রাজশাহী। এদিন সানজামুল ইসলাম ও মোহর শেখকে আউট করে হ্যাটট্রিকের কাছে পৌঁছে যান সুমন খান। পরে আসাদুজ্জামানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ বছর বয়সী এই পেসারের এটাই প্রথম হ্যাটট্রিক।
ইনিংসে ৭.৫ ওভারে ১৮ রানে ৭ উইকেট শিকার করেন সুমন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সবচেয়ে ভালো বোলিং ফিগার। গত রাউন্ডেই খুলনার বিপক্ষে ৫০ রানের বিনিময়ে ৬ উইকেট ছিল তার এতদিনের সেরা। সবমিলিয়ে ছয়বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট শিকার করলেন তিনি।