হল্যান্ডকে ছাড়িয়ে কেইনের ‘দ্রুততম ফিফটি’

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১৩:২৩
শেয়ার :
হল্যান্ডকে ছাড়িয়ে কেইনের ‘দ্রুততম ফিফটি’

জার্মান লিগ বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দ্রুততম ৫০ গোল দেওয়ার রেকর্ড গড়েছিলেন আর্লিং হল্যান্ড। ২০২২ সালে ডর্টমুন্ড ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। অন্যদিকে, গত মৌসুমেই ইংলিশ লিগ টটেনহ্যাম ছেড়ে বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখে ভেড়েন হ্যারি কেইন। এবার হল্যান্ডকে পেছনে ফেলে বুন্দেসলিগায় দ্রুততম ৫০ গোলের মালিক হলেন কেইন। 

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে গতকাল শুক্রবার রাতে বুন্দেসলিগার ম্যাচে অগসবুর্গকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। যার সবগুলোই দেন স্ট্রাইকার কেইন। এর মধ্যে দুইটি ছিল পেনাল্টিতে। সবগুলো গোলই দ্বিতীয়ার্ধে আদায় করেন এই ইংলিশ স্ট্রাইকার। 

বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০ গোল করতে ৫০ ম্যাচ লেগেছিল নরওয়ে তারকা হল্যান্ডের। ২০২১ সালের নভেম্বরে এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছিলেন টিমো কোনিৎজকার রেকর্ড। হল্যান্ডের রেকর্ড ভাঙার পথে কেইনের দরকার হয় মাত্র ৪৩ ম্যাচ। এই সময়ে ১৪টি অ্যাসিস্টও করেন তিনি। 

গত মৌসুমে বুন্দেসলিগায় ৩৬ ও সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ৪৪ গোল দেন কেইন। তারপর ট্রফিশূন্য মৌসুম কাটায় জার্মান জায়ান্টরা। অপরাজিত শিরোপাজয়ী বায়ার লেভারকুসেনের থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন। চলতি মৌসুমে ১১ ম্যাচ খেললেও এখনো হারেনি বায়ার্ন। ৯ জয়ের সঙ্গে ড্র ২ ম্যাচে। দ্বিতীয় স্থানে থাকা আরবি লাইপজিগের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা।