টানা ৩ সেঞ্চুরি করে তিলক ভার্মার বিশ্ব রেকর্ড
দক্ষিণ আফ্রিকা সফরে শেষ দুই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের টপ অর্ডার ব্যাটার তিলক ভার্মা। আজ শনিবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও শতরান হাঁকিয়েছেন তিলক। স্বীকৃত টি-টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার হিসেবে টানা তিন ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এই সেঞ্চুরিগুলো তিনি করেছেন মাত্র ১০ দিনের মধ্যে।
মুশতাক আলী ট্রফিতে আজ মেঘালয়ের বিপক্ষে ৬৭ বলে ১৫১ রান করেন তিলক। ১৪টি চার ও ১০ ছক্কায় বিধ্বংসী এই ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে দেড় শ ছাড়ানো ইনিংসও খেলে ফেললেন তিনি। এর আগে সর্বোচ্চ ১৪৭ রান করেছিলেন শ্রেয়াস আইয়ার।
মেঘালয়ের বিপক্ষে আজ তিলক হাফ সেঞ্চুরি করেছেন ২৮ বলে। সেঞ্চুরি তুলে নিতে খরচ করেছেন ৫১ বল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জেতে ভারত। সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে শতক হাঁকান তিলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সতীর্থ সঞ্জু স্যামসনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা দুই সেঞ্চুরি করেছেন তিলক।
এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে ৯০ ইনিংসে ২ হাজার ৯৫০ রান করেছেন তিলক। যার মধ্যে এই তিন সেঞ্চুরির আগে একবারই শতক হাঁকিয়েছেন। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। নিলামের আগেই ‘রিটেইন’-এর সুবিধা নিয়ে তাকে রেখে দেয় মুম্বাই।