কিংসের চ্যালেঞ্জ কাপ জয়

ক্রীড়া প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৪
শেয়ার :
কিংসের চ্যালেঞ্জ কাপ জয়

আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে। দেশের ফুটবলের শীর্ষ এই লিগ শুরুর আগে গতকাল পর্দা উঠল ফুটবলের নতুন মৌসুমের। এবারের মৌসুমের শুরুতে নতুনত্ব এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের ভাবনা থেকে এবার ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ নামের নতুন টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিদেশের ফুটবল মৌসুমের মতো এই এক ম্যাচের টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে অংশ নেয় গত মৌসুমের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ দল মোহামেডান। শিরোপা জয়ের মহারণে শেষ পর্যন্ত জয়ী হয়েছে কিংসই। গত জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণীয় আয়োজিত চ্যালেঞ্জ লিগে মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বসুন্ধরা কিংস। এই শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করল টানা পাঁচবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় সুলেমান দিয়াবাতের গোলে ম্যাচে প্রথমে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি কিংস। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা, ফয়সাল আহমেদ ফাহিম ও তপু বর্মণের গোলে দুর্দান্ত এক জয় পায় কিংস। কিংসের বিপক্ষে খেলার শুরুতে বেশ সাবধানী ফুটবল খেলেছে মোহামেডান। নিজেদের রক্ষণভাগ অক্ষত রেখে প্রতি আক্রমণে যায় সাদা কালো জার্সিধারীরা। মাঝ মাঠে দারুণ নৈপুণ্য দেখান তারা। কিংসকে প্রথমার্ধে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে ঠিকই জ্বলে উঠলে দেশের ফুটবলের আয়োড়ন সৃষ্টিকারী ক্লাবটি। এই অর্ধে গোছানো ফুটবল খেলে তারা। তবে ফিনিশিংটা তাদের ভালো হচ্ছিল না। অবশ্য ৬২ মিনিটে এক দর্শক স্মোক ফ্লেয়ার মাঠে ছুড়ে মারেন। এতে খেলা প্রায় ১০ মিনিটের মতো বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে মাঠের লড়াইয়ে স্বরূপে ফিরে কিংস। ৭৩ মিনিটে ডিফেন্ডার তপু বর্মণের গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে লাল জার্সিধারীরা। ৮০ মিনিটে ফাহিমের গোলে ২-১ স্কোর লাইন করে তারা। ৯৭ মিনিটে মিগুয়েল গোল করে কিংসের জয় নিশ্চিত করেন। ম্যাচ জুড়ে মাঠের লড়াইয়ে নৈপুণ্য দেখান এই ব্রাজিলিয়ান। সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগে ভুটানে গিয়ে কিংসের জার্সিতে ভালো খেলেননি তিনি। সেই হতাশা চ্যালেঞ্জ কাপে কাটিয়ে উঠলেন মিগুয়েল। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দিপুকে কাটিয়ে বক্সের ভেতরে জায়গা তৈরি করে নিয়ে দারুণভাবে প্লেসিং শটে গোল করেছেন তিনি। ভুটানের রেফারি শেষ বাঁশি বাজাতেই শুরু হয় কিংসের শিরোপা জয়ের উৎসব।

এর আগে খেলার ৭ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। ইমানুয়েল সানডের ক্রসে সোলেমানে দিয়াবাতের হেড জড়িয়ে যায় জালে। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ছিল প্রথমার্ধ। ১২ মিনিটে অল্পের জন্য গোল পায়নি বসুন্ধরা। জোনাথনের কর্নার থেকে ইসের হেডে চলে যায় বাইরে। ২৪ মিনিটে আবার মোহামেডান গোলের চেষ্টা করে। কিন্তু রহিম উদ্দিনের ক্রসে আরিফ বলের নাগাল পাননি। ৩১ মিনিটে মিগেলের শট তালুবন্দি করেন গোলকিপার। বিরতির পর বসুন্ধরা বলতে গেলে দাপটটা বেশি দেখিয়েছে। ৫১ মিনিটে বক্সে প্রবেশ করে জারেদ খাসা গোলকিপারকে একা পেয়ে দূরের পোস্ট দিয়ে মেরে সুযোগ মিস করেছেন। ৫৭ মিনিটে মিগুয়েলের পাস থেকে ফাহিমের শটও দূরের পোস্ট দিয়ে গেলে হতাশ হতে হয় তাদের।

প্রথমবারের মতো আয়োজিত চ্যালেঞ্জ কাপের ম্যাচের টিকিটের অর্থ গণ-অভ্যুত্থানে নিহতদের স্মৃতি ফাউন্ডেশনে জমা দেওয়া হবে। এ ছাড়া টুর্নামেন্টের প্রাইজমানিও এই ফাউন্ডেশনে জমা পড়বে। চ্যালেঞ্জ কাপ উপলক্ষে বেশ কিছু চিত্রকর্ম আঁকা হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। কিংস অ্যারেনার গ্যালারির ওপরের অংশে আঁকা হয়েছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর ছবি। পাশেই লেখা ‘৩৬ জুলাই’ (ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের দিন ৫ আগস্ট)। চিত্রে ফুটে উঠেছে জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের দৃশ্য। শহীদদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মোহামেডানের বিপক্ষে মৌসুম শুরুর প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের মৌসুম শুরুর আগে এই জয়টি তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। গত আসরে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে কিংস। এবারের মৌসুমে ভালো কিছু করার আভাস দিল দলটি। তাদের রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার অধীনে দেশের মাটিতে প্রথম জয়ের মুখ দেখল কিংস। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন চলে যাওয়ার পর তিতাকে নিয়োগ দিয়েছে এই ক্লাবটি। তার অধীনে সাফল্য পেতে চায় কিংস।