মিরাজ-তাইজুলের ‘ফিফটি’
টেস্ট ক্রিকেটে স্যার ভিভ রিচার্ডের অভিষেকের ৫০ বছর পূর্তি ছিল গতকাল। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটারের নামেই নামকরণ করা স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে বোলিং নিয়ে শুরুর দিকে অতটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হাসান ও শরিফুল বোলিংয়ের শুরুটা করেন। এরপর আক্রমণে আসেন তাসকিন। কিন্তু প্রথম দশ ওভারে তাদের কেউই উইকেটের দেখা পাননি। পানি পান বিরতি পর্যন্ত বিনা উইকেটে ২৩ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। এরপর বাংলাদেশের বোলাররা লড়াই চালিয়ে যান। টস করতে নেমেই নতুন একটি মাইফলক স্পর্শ করলেন টাইগার দলপতি মিরাজ। বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ১৪তম অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অন্যদিকে মিরাজের মতো স্পিনার তাইজুল ইসলামও বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট ম্যাচ খেলছেন। মিরাজ ও তাইজুলের ৫০তম টেস্ট ম্যাচে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রথমবারের মতো পঞ্চপাণ্ডব খ্যাত সিনিয়র কোনো ক্রিকেটারকে (সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি ও মাহমুদউল্লাহ) ছাড়া টেস্ট ক্রিকেট খেলছে টাইগাররা। তরুণ্যনির্ভর দল নিয়ে খেলছে বাংলাদেশ। এই দল নিয়ে আগেই আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক মিরাজ। টস জয়ের পর মিরাজ জানান, অ্যান্টিগার মাঠে প্রথম এক ঘণ্টা বোলারদের জন্য গুরুত্বপূর্ণ। তাই টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নামে বাংলাদেশ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও অধিনায়ক মিরাজ। পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। হাসান মাহমুদ আগের টেস্টে খেললেও ছিলেন না তাসকিন ও শরিফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরেছেন তারা। উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র