আগ্রাসী ব্যাটিংয়ে শেবাগের ছেলের ২৯৭

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১৭:৪৭
শেয়ার :
আগ্রাসী ব্যাটিংয়ে শেবাগের ছেলের ২৯৭

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগকে এক নামে চিনতেন সবাই। খুনে ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করে ছাড়তেন তিনি। টেস্টে আশির ওপরে গড়ই যার প্রমাণ। এর মধ্যে ডাবল সেঞ্চুরি আছে ৬টি। বাবার মতো আগ্রাসী ব্যাটিং করেন শেবাগের বড় ছেলে আর্যবীরও। 

কোচবিহার ট্রফিতে আগ্রাসী ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করেছেন আর্যবীর। তবে ট্রিপল সেঞ্চুরিও পেতে পারতেন। ২৯৭ রানে থামতে হয়েছে দিল্লির এই তরুণকে। ৩০৯ বলে ২৯৭ রানের এই ইনিংসে ছক্কা ছিল ৩টি, চার ৫১টি। স্ট্রাইক রেট ৯৬.১২। ইনিংসে বাউন্ডারির পরিমাণ ৭৪.৭৫%। ১৮৬ বল ডট দিলেও ৬৩টি সিঙ্গেল ও ৬ বার ২ রান নিয়ে প্রান্ত অদল-বদলেও পরিপক্বতার পরিচয় দিয়েছে ১৭ বছর বয়সী আর্যবীর।

এমন বিধ্বংসী ইনিংসের পর ইনস্টাগ্রামে শেবাগ লিখেছেন, ‘ভালো খেলেছ আর্যবীর শেবাগ। ২৩ রানের জন্য ফেরারিটা মিস করলে। কিন্তু ভালো করেছ, ভেতরকার এই আগুনটা ধরে রাখো এবং আরও অনেক বড় সেঞ্চুরি, ডাবল ও ট্রিপল করো। খেলে যাও।’