সব গুঞ্জন উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে আরও ২ বছর গার্দিওলা
ম্যানচেস্টার সিটিকে ভুঁড়িভুঁড়ি সাফল্য এনে দেওয়া পেপ গার্দিওলা চলতি মৌসুমের পর আর ক্লাবটিতে থাকবেন কি না সেটি নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল। ব্রাজিল কিংবা ইংল্যান্ড ফুটবল দলের দায়িত্ব নেবেন এমন কথাও বাতাসে ভেড়ে বেরিয়েছে। তবে সব গুঞ্জন উড়িয়ে সিটিতেই থাকার সিদ্ধান্ত নিলেন গার্দিওলা।
সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ বাড়ছে, ইংলিশ গণমাধ্যমে এমনটা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। গতকাল বৃহস্পতিবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। চলতি মৌসুম শেষে আরও দুই মৌসুম সিটির দায়িত্বে থাকবেন গার্দিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি বর্তমানে খুব একটা সুবিধাজনক স্থানে নেই। একেরে পর এক চোটে জর্জর দলটির স্কোয়াড। সবশেষ চার ম্যাচেই জয়হীন থাকতে হয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান হারিয়ে দলটি এখন শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে। ক্লাবকে এমন অবস্থায় রেখে চলে যেতে চাননি গার্দিওলা।
নতুন করে চুক্তি করার পেছনের কারণ হিসেবে গার্দিওলা বলেন, ‘মৌসুমের শুরু থেকে অনেক ভাবছিলাম আমি। সত্যিটা বলতে চাই, ভেবেছিলাম এই মৌসুমই এখানে আমার শেষ। তবে গত মাসে যে সমস্যার ভেতর দিয়ে আমরা গেলাম; এরপর মনে হলো, ছেড়ে যাওয়ার সঠিক সময় এখন নয়। এই ক্লাবকে হতাশ করতে চাইনি আমি।’
ম্যানচেস্টার সিটিকে ৮ মৌসুমে ১৮টি শিরোপা এনে দিয়েছেন গার্দিওলা। এর মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা ছয়টি। তার অধীনে দল জিতেছে তুমুল আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস ট্রফিও। ক্লাবকে আরও শিরোপা এনে দিতে চান বলেও জানালেন গার্দিওলা।
স্প্যানিশ এই কোচের ভাষ্য, ‘এখানে আমার নবম মৌসুম চলছে এবং একসঙ্গে অসাধারণ অনেক সময় আমরা কাটিয়েছি। এই ফুটবল ক্লাবের জন্য আমার অনুভূতি সত্যিকার অর্থেই স্পেশাল। এজন্যই আরও দুই মৌসুম থাকতে পেরে আমি উচ্ছ্বসিত। এখানে থাকতে পারা সবসময়ই সম্মানের, সন্তুষ্টির ও মর্যাদার। আগেও বহুবার বলেছি, একজন ম্যানেজারের যা চাওয়া থাকত পারে, সবকিছুই পেয়েছি আমি এবং এজন্য আমি খুবই কৃতজ্ঞ। আশা করি, আগের ট্রফিগুলোর সঙ্গে আরও ট্রফি যোগ করতে পারব আমরা। আমার মনোযোগ থাকবে সেদিকেই।’