রাণীশংকৈলের সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা পেয়েছেন চলতি বছরের নারী সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলের তিন ফুটবলার স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। তারা জেলার রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির তিন খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে সংবর্ধনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো. ফারুক হোসেন, মাজেদ জাহাঙ্গীর অপু ও মাসুদ রানা।
শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে জানতে চান জেলা প্রশাসক। এ সময় ইশরাত ফারজানা জানান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া জগতকে এগিয়ে নিতে জেলার সকল মাঠ সংরক্ষণ করা হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জিমনেসিয়াম তৈরির প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
রাণীশংকৈল মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ তাজুল ইসলাম বলেন, ‘দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের। যা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। মেয়েরা প্রমাণ করেছে তাদের মধ্যে অদম্য শক্তি ও প্রতিভা রয়েছে যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে তারা দেশকে অনেক কিছু দিতে পারবে।’
উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।