ব্রাজিল ও আর্জেন্টিনা আবার কবে বিশ্বকাপ জিতবে, জানাল চ্যাটজিপিটি

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১৫:৫০
শেয়ার :
ব্রাজিল ও আর্জেন্টিনা আবার কবে বিশ্বকাপ জিতবে, জানাল চ্যাটজিপিটি

প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এর মাধ্যমে যখন যা খুশি জানা যায়। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি। ভবিষ্যদ্বাণী দিতেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চ্যাটজিপিটি। এই আগ্রহ থেকেই চ্যাটজিপিটির কাছে জানতে চাওয়া হয়, আবার কবে ফিফা বিশ্বকাপ জিতবে ব্রাজিল ও আর্জেন্টিনা। উত্তর দেখে অবাক হয়েছে সবাই। 

সবশেষ ২০২২ সালেই কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও দক্ষিণ আমেরিকান অঞ্চলে পয়েন্ট টেবিলে সবার ওপরে আলবিসেলেস্তারা। তবে চ্যাটজিপিটি জানিয়েছে, পরপর দুইবার শিরোপা জেতা হচ্ছে না লিওনেল মেসির দলের। তবে ২০২৪ সালেই আবার শিরোপার মুখ দেখবে এরই মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলটি। 

অন্যদিকে, বর্তমানে ব্রাজিলের ফুটবলের অবস্থা বেশ নাজুক। সবশেষ ২০০২ সালে শিরোপার মুখ দেখেছিল সেলেকাওরা। এরপর আর কোনো বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনালও খেলতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও খুব একটা ভালো করতে পারছে না তারা। চ্যাটজিপিটি জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপও নেই ব্রাজিলের ভাগ্যে। 

তবে ব্রাজিল সমর্থকদের জন্য আশার বাণীও শুনিয়েছে চ্যাটজিপিটি। হলুদ জার্সিধারীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘মিশন হেক্সা’ পূরণ হবে ২০৩০ সালেই। তার মানে, আর্জেন্টিনার আগেই পরের বিশ্বকাপ জিতবে ব্রাজিল। 

চ্যাটজিপিটি আরও জানিয়েছে, ১৯৯৮ ও ২০১৮ সালের শিরোপাজয়ী ফ্রান্স শিরোপা জিতবে ২০২৬ বিশ্বকাপেও। সবশেষ ২০২২ বিশ্বকাপেও রানার্স আপ হয়েছিল দলটি। চ্যাটজিপিটি ভবিষ্যদ্বাণী করেছেন ২০৩৮ ও ২০৪২ বিশ্বকাপ নিয়েও। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ১৯৬৬ সালের পর আবারও বিশ্বকাপ জিততে যাচ্ছে ইংল্যান্ড। আর ২০৪২ বিশ্বকাপ জিতবে ইউরোপের পরাশক্তি এবং বর্তমানে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি।

চ্যাটজিপিটির উত্তর কতটা বিশ্বাসযোগ্য, সেটি নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। তবে, ম্যাসিভ মাল্টিটাস্ক ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ের তথ্য অনুযায়ী, চ্যাটজিপিটি ৮৮ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে সঠিক তথ্য দিতে সক্ষম। খেলাধুলার ক্ষেত্রে সেই অনুমান আরও ভালো।