ভারতের কোনো ক্রিকেটারকেই অস্ট্রেলিয়ার যোগ্য মনে করেন না কামিন্স

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ১৭:২৮
শেয়ার :
ভারতের কোনো ক্রিকেটারকেই অস্ট্রেলিয়ার যোগ্য মনে করেন না কামিন্স

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স মনে করেন, ভারতের কোনো ক্রিকেটারকেই তাদের দলে খেলার জন্য জায়গা দিতে পারবেন না। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র আগে কামিন্সসহ নাথান লায়ন, মিচেল মার্শ ও ট্রাভিস হেডদের মতো ক্রিকেটারকে প্রতিপক্ষের এমন একজন খেলোয়াড়কে বাছাই করতে বলা হয়েছিল, যিনি অনায়াসে অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিতে পারবেন। তারপরই আসে কামিন্সের এমন উত্তর। 

বাকি সবাই একজন করে ভারতীয় খেলোয়াড়ের নাম উল্লেখ করলেও কামিন্স উত্তর দেন, ‘কেউ না’। অন্যদিকে, স্পিনার নাথান লায়ন বেছে নেন বিরাট কোহলিকে আর মিচেল মার্শ রিশাভ পান্তকে। অন্যদের মধ্যে ওপেনার ট্রাভিস হেড ভারতের ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মাকে ও অজি পেসার স্কট বোল্যান্ড বেছে নেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহকে। 

হেড বলেন, ‘আমি শুরুতে রোহিত শর্মাকে চাইব। সে দারুণ আগ্রাসী মেজাজে ব্যাট করে, তাই না? আমি আগ্রাসী ঘরানা পছন্দ করি।’

২০১৪ সালে অ্যাডিলেডে অধিনায়কত্বের অভিষেকেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। অজি স্পিনার নাথান লায়ন ছিলেন তার প্রধান লক্ষ্যবস্তু। বর্তমানে ফর্ম নেই কোহলির। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই সিরিজেই ছিলেন ব্যর্থ। তবুও কোহলিকে দলে নেওয়ার কথা বলে লায়ন বলেন, ‘টপ অর্ডারে স্মিথ (স্টিভেন), লাবুশেন (মারনাস) ও কোহলিকে পাওয়া হবে শক্তিশালী ব্যাটিং লাইন আপ।’

লায়নের বিরুদ্ধে কোহলির ফর্ম দারুণ। তার বিরুদ্ধে খেলা ৩২ ইনিংসে ৭৫.৬ গড়ে কোহলির রান ৫২৯। এর মধ্যে সাতবার লায়নের বলে আউট হয়েছেন কোহলি।