শেষ দিকের গোলে জার্মানিকে রুখে দিল হাঙ্গেরি

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৩
শেয়ার :
শেষ দিকের গোলে জার্মানিকে রুখে দিল হাঙ্গেরি

শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিয়েছে হাঙ্গেরি। ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। ফলে এগিয়ে গিয়েও জয়ের ধারায় থাকতে পারল না ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফেলিক্স মেচার গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন দমিনিক সোবোসলাই।

মূলত এই ম্যাচ থেকে বিশেষ কোনো প্রাপ্তির সম্ভাবনা ছিল না কোনো দলেরই। গ্রুপ সেরা হয়ে আগেই নকআউট পর্বে জায়গা পাকা হয়ে যাওয়ায় দলে অনেক পরিবর্তন এনে খেলতে নামে জার্মানি। তবে এতে তাদের পারফরম্যান্সেও প্রভাব পড়ে।

বিরতির পর ৭৬তম মিনিটে জার্মানি ডেডলক ভাঙে। কর্নার থেকে উড়ে আসা বলে নিকো শ্লটারবেকের হেড গোলরক্ষকের পায়ে প্রতিহত হওয়ার পর ফিরতি বল কাছ থেকে জালে জড়ান ফেলিক্স মেচা। জার্মানির জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন বরুশিয়া ডর্টমুন্ডের এই মিডফিল্ডার।

তবে যোগ করা সময়ের শেষ মিনিটে তাদের বক্সে ডিফেন্ডার রবিনের হাতে বল লাগলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। পানেনকা শটে ম্যাচের চিত্রপট বদলে দেন লিভারপুল মিডফিল্ডার সোবোসলাই।

‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল জার্মানি। একই সময়ে শুরু আরেক ম্যাচে বসনিয়ার মাঠে ড্র করেছে নেদারল্যান্ডস। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে ডাচরা। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হাঙ্গেরি খেলবে রেলিগেশন প্লে-অফ। আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া বসনিয়া ২ পয়েন্ট নিয়ে তলানিতে।